আমাদের ওয়েবসাইটে সকল প্রকার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। মিলন ক্যাটারিং ব্লক ওয়েবসাইটে যে কোনো ধরনের প্যণ বিক্রি করতে পারবেন। আমাদের ওয়েবসাইটি সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আপনাদের আন্তরিকতা প্রয়োজন
বীমা নির্দেশিকা
পলিসি গাইডলাইনস & হেল্পলাইন
পলিসি গাইডলাইনস & হেল্পলাইন
আপনার পলিসি বন্ড এবং এর নিরাপত্তা
পলিসি বন্ড এমন একটি ডকুমেন্ট যা বীমার আবেদন গ্রহন করার পর আমরা বীমা গ্রহীতাকে দিয়ে থাকি। বীমা গ্রহীতা যে পলিসিটি গ্রহন করেছে সেটি কতোটা ঝুঁকির ক্ষতিপূরণ করবে, শর্তাবলী ও অগ্রাধিকার পাবে এমন বিষয়সমূহ উল্লেখ থাকে পলিসি বন্ডে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট যা আপনাকে আপনার পলিসির বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা ও নির্দেশনা দিবে-সুতরাং এটি নিরাপত্তার সহীত সংরক্ষিত রাখুন। বীমাদাবি আদায়ের আবেদনের সময়ও প্রয়োজন হবে পলিসি বন্ডের। আপনি যদি আপনার বীমার হিসাবের বিপরীতে ঋণ নিতে চান তাহলেও এই ডকুমেন্টটি প্রয়োজন হবে।
আপনার পরিবারের সদস্য যেমন স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা’কে জানিয়ে রাখুন কোথায় রাখা আছে বীমার পলিসি বন্ডটি।
যদি আপনি পলিসি বন্ডটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে চান তাহলে অবশ্যই লিখিতভাবে তা জানাতে হবে। আপনার কাছেও পলিসির একটি ফটোকপি সংগ্রহ করুন।
আপনার পলিসি নাম্বার
আপনার পলিসি নাম্বারটি হবে ৯ সংখ্যার যা লেখা থাকবে আপনার পলিসি বন্ডের ওপরের বাম দিকের কোনায়।
এটি সম্পূর্ণ একটি ইউনিক নাম্বার হবে যা অন্য কোনো পলিসি থেকে আপনার পলিসিকে ভিন্ন করবে এবং এই নাম্বার পলিসির সম্পূর্ণ মেয়াদকালে অপরিবর্তণযোগ্য রবে।
প্রতিষ্ঠানের সাথে পলিসির বিষয়ে আপনার যেকোনো যোগাযোগের ক্ষেত্রে পলিসি নাম্বারটি লিখতে ভুলবেন না যাতে আমরা আপনার রেকর্ড সঠিকভাবে সংরক্ষন করতে পারি রেফারেন্স হিসাবে।
পলিসি কনডিশনস
প্রতিটি পলিসির কনডিশনস ভিন্ন ভিন্ন হয়ে সাথে। পরিকল্পনা ও টার্ম অফ পলিসি অনুযায়ি আপনার বীমা পলিসির কনডিশনস ভিন্ন হয়ে থাকে অন্যদের তুলনায়।
পলিসি কনডিশনস আপনার পলিসির প্রথম পাতায় লেখা থাকে যেমন: নমিনীর তথ্য, ঠিকানা ইত্যাদি। এতে পলিসি শুরুর তারিখ, জন্ম তারিখ, পলিসি ম্যাচিউরিটির তারিখ, পলিসি নবায়নের তারিখ ও মাস সবকিছু উল্লেখ থাকবে।
দ্বিতীয় পাতায় পলিসির বিভিন্ন শর্ত যেমন ঝুঁকি কাভারেজ, অতিরিক্ত ঝুঁকি কাভারেজ যদি বেছে নেওয়া থাকে, পলিসির অধীনে থাকা স্ট্যান্ডার্ড বেনিফিট, এক্সিডেন্ট বেনিফিট যদি আগে নেওয়া থাকে, যদি নির্দিষ্ট কোনো ঝুঁকি বর্জন থাকে এবং অন্যান্য চুক্তি যা বীমা পলিসি পরিচালনা করে তা লেখা থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
follow